সোমবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলা দিবস উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা পৌর ও অঙ্গসংগঠনের উদ্যোগে ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ উপজেলা পদ্ধতি বাংলাদেশের তৃণমূলের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং এরশাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এসময় উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং সকল অঙ্গসংগঠন ফুলবাড়ীয়ার জাতীয় পার্টিকে নিয়ে সকল ষড়যন্ত্রকে পিছনে ফেলে বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল কে নিয়ে আগামীর রাজনীতি আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
গত ২০ অক্টোবর সাংবাদিক সম্মেলনে ফুলবাড়ীয়ার জাতীয় পার্টিতে বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল কে একক এমপি প্রার্থী হিসেবে সর্বাত্মক ঘোষণা করা হয়। উপজেলা দিবসের আলোচনা সভায়ও বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল কে একক প্রার্থী হিসেবে পুণঃব্যক্ত করেন।
ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নাজমুল হক সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।
বক্তব্য রাখেন জাপা নেতা মোস্তাফিজুর রহমান বিএসসি, খাইরুল আনাম সিদ্দিকী মুকুল, বদরুল আনাম সিদ্দিকী রিপন, রফিকুল ইসলাম শিকদার, রুহুল আমিন মাষ্টার, আজগর আলী আর্মি, একেএম সিরাজুল ইসলাম, জিয়াউল হক জিয়া। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির তোফাজ্জল হক তোতা, ইয়ামিন শিকারী, জাতীয় যুব সংহতির হাকিম মনির আহমেদ, অপূর্ব দাস অপু, নাসরিদ ইসমাইল, জাতীয় কৃষক পার্টির আকরাম সর্দার, আরিফ আলী, পল্লীবন্ধু পরিষদের মাওলানা সাইফুল ইসলাম বেলালী, জাতীয় তরুণ পার্টির জাহাঙ্গীর আলম, মাহমুদুল হাসান মিন্টু, জাতীয় ছাত্র সমাজের ইঞ্জিনিয়ার সাদ বিন রহমান আকাশ, পলক মন্ডল, নূরুল ইসলাম নাহিদ, গোলাম মোস্তফা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ।