Header Image

পুজা মন্ডপের নিরাপত্তায় রাতদিন নিয়মিত ওসি কামালের টহল

 

ষ্টাফ রিপোর্টার– ময়মনসিংহ:

শারদীয় দুর্গাপূজা-২০২৩ কে শতভাগ নিরাপত্তা দিতে রাতদিন বিভিন্ন পুজাঁ মন্ডপ ঘুরে-ঘুরে টহল দিচ্ছেন ওসি কামাল আকন্দ এর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার পুলিশ।পুঁজার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মন্ডপগুলোর নিরাপত্তা জোরদারে জিরো টলারেন্স নিয়ে কাজ করছেন ওসি শাহ কামাল আকন্দ। দুর্গা পুজায় যেন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রতিমা তৈরীর শুরু থেকেই প্রতিদিন সকাল হতে রাতব্যাপী থানায় কর্মরত অফিসারদের নিয়ে বিভিন্ন মন্ডপ পরিদর্শনে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা করছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

প্রতিদিনের ন্যায় রবিবার ২২অক্টোবর সারাদিন বিভিন্ন এলাকায় গিয়ে পুজাঁ মন্ডপ পরিদর্শন করার পরও রাতেও নগরীর আর কে মিশন, ব্রীজ মোড়,শম্ভুগঞ্জ বাজার,মুচি পাড়া,রিশি পাড়া, বড় কালীবাড়ি, স্বদেশী বাজার, বড় বাজার, ছোট বাজার এলাকাসহ বিভিন্ন মন্দির পরিদর্শন ও আশপাশ এলাকা পর্যবেক্ষণ করেন এবং পু্ঁজার নিরাপত্তা নিশ্চিত করেন।

এসময় তার সাথে থানার ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরাও মন্ডপ নিরাপত্তার দায়িত্বে টহলে ছিলেন। এসময় ওসি শাহ কামাল আকন্দ পুজাঁর নিরাপত্তায় ব্যবহৃত সিসি ক্যামেরা চেক করেন ও যে কোন সমস্যা কোতোয়ালী থানা পুলিশকে অবগত করতে থানার নাম্বারসহ ভিজিটিং কার্ড বিতরণ করেন

এ সময় ওসি শাহ কামাল আকন্দ নিরাপত্তার অংশ হিসেবে পূজা কমিটির সাথে সাক্ষাত করে কোন ধরনের সমস্যা বা জটিলতা রয়েছে কিনা তার খোঁজ খবর নেন। একই সাথে যে কোন সময় যে কোন বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দ্রুততম সময়ে যোগাযোগ করতে মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্যদেরকে অনুরোধ করেন।

পরিদর্শন কালে ওসি শাহ কামাল আকন্দ বলেন, সকলের সহযোগিতায় সার্বজনীন দুর্গা পূঁজা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে চাই। এ বছর জেলায় শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত করার লক্ষ্যে জেলার সকল মন্ডপ গুলোতে প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মত সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।তিনি বলেন,ধর্ম যার যার, উৎসব সকলের।ধর্মীয় উৎসব পালনে জেলা পুলিশ গুরুত্বপূর্ণ পুজামন্ডম গুলোতে বিসর্জনের আগ পর্যন্ত নিরাপর্ত্তা নিশ্চিত করেছে। ওসি বলেন বলেন,ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোন জিনিস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি শাহ কামাল আকন্দ পূজা উদযাপন কমিটির উদ্যেশ্যে বলেন,আযানের সময় ও নামাজ পড়ার সময় আপনারা গান-বাজনা বন্ধ রাখবেন। নামাজ শেষ হলে পুনরায় আপনারা আপনাদের অনুষ্ঠান অব্যাহত রাখবেন।এসময় তিনি থানার সকল অফিসারদের দুর্গাপূজা,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, প্রত‍্যেক পূজা মন্দিরে মাদক, চোরাচালান, ইভটিজিং, সম্পত্তি সংক্রান্ত, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং সঠিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে দিক-নির্দেশনা প্রদান, সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করারও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এর আগে আইনশৃঙ্খলা রক্ষায় সেচ্ছাসেবকদের মাঝে পোশাক পড়া ছবি তুলেন। অনেক পূজা মন্ডবে এই পোশাকটি পড়ে সেচ্ছাসেবক কাজ করতে দেখা যাচ্ছে। এদিকে প্রতিদিন ও রাতে দুর্গাপূজা উপলক্ষ মন্দির ও মন্ডপ তৈরির কারিগরী প্রতিষ্ঠান বিশেষভাবে নজরদারি ও টহল পুলিশিং জেরদার করায় সনাতন ধর্মাবলম্বীরা অতীতের চেয়ে অনেক খুশি। সনাতনধর্মী লোকজন এ ধরনের পুলিশি টহল ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে পর্যবেক্ষণ অব্যাহত রাখার দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!