ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলার জনপ্রিয় ও জনবান্ধব নারী নেত্রী সেলিমা বেগম সালমা-বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই বাংলাদেশে শান্তি-সৌহার্দ্য-সম্প্রীতি বজায় থাকবে। যদি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে তাহলে ২০০১ সালের মতো আবারো নির্যাতন-নিপীড়ন, হত্যা, লুটপাটের রাজত্ব সৃষ্টি করবে। তাই তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সব ধর্মের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি ফুলবাড়িয়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সারা দেশে উৎসব, পার্বণ নির্বিঘ্ন ও নিরাপদ হবে। তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার খোঁজখবর নেন।
তিনি বলেন- শারদীয় উৎসবকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা ও আনন্দোৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আবেদনকে একটি কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে। তা হলেই একটি সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলা সম্ভব হবে।
এসময় সেলিমা বেগম সালমা আরো বলেন, মানুষ যে যেধর্মেরই হউক না কেন সে সামাজিক জীব। তাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে সমাজ থেকে অন্যায়, অবিচার ও কুসংস্কার দূর করতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে জানিয়ে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও কল্যাণকামী সমাজ গঠনে পারস্পরিক সদ্ভাব ও শ্রদ্ধাবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকল ধর্মেই পারিবারিক বন্ধনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি ২২শে অক্টোবর ও ২৩শে অক্টোবর একাধারে দুই দিন ফুলবাড়ীয়া উপজেলার নেতা- কর্মীদের নিয়ে উপজেলার ফুলবাড়িয়া সদর ইউনিয়নে
৪৪ নং ফুলবাড়িয়া নাথপাড়া দুর্গা মন্দির, ফুলবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের৩ নং পশ্চিম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির,৮নং ওয়ার্ডের
২নং ঋষিপাড়া দুর্গা মন্দির, ১নং সার্বজনীন দুর্গা মন্দির, রাঙ্গামাটি ইউনিয়নের হাতিলেট দুবলা খোলা দুর্গা মন্দির, দত্তবাড়ি সর্বজনীন পূজা মন্দির, নাওগাঁও ইউনিয়নের ঠাকুরবাড়ি পূজা মন্দির,৫নং কৃষ্ণ মেম্বার বাড়ি দুর্গা মন্দির,৯নং নাওগাঁও নামা পালপাড়া দুর্গা মন্দির,১২ নং নাওগাঁও পালবাড়ি দুর্গা মন্দির,৪ নং কেশরগঞ্জ বাজার কালী মন্দির,১০ নং নাওগাঁও দামবাড়ি দুর্গা মন্দির,১৩ নং পালাশীহটা ধোপাপাড়া দুর্গা মন্দির,কালাদহ ইউনিয়নের ৫৭ নং হোরবাড়ি দাসপাড়া দুর্গা মন্দির,৫৪নং বিদ্যানন্দ বর্মনপাড়া দুর্গা মন্দির,৫৫ নং বিদ্যানন্দ পশ্চিম বর্মনপাড়া পাড়া দুর্গা মন্দির , ৫৮ নং শুশুতি লক্ষ্মী মন্দির দুর্গা পূজাভবানীপুর ইউনিয়নে ৬৩নং মহেশপুর ঘোষপাড়া দুর্গা মন্দির, ১৩ নং মহেশপুর ঘোষপাড়া দুর্গা মন্দির,
৬৪নং বটতলা পূজা মন্দির, আছিম পাটুলী ইউনিয়নের লাঙ্গল শিমুল দাসপাড়া দুর্গা মন্দির,
৬২ নং রাম নগর হিন্দু পাড়া দর্গা মন্দির,কুশমাইল ইউনিয়নে কুশমাইল দেওনাইপাড় সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দির, কুশমাইল টেকিপাড়া(দাসবাড়ী) সর্বজনীন পূজাঁ মন্দির, চকরাধাকানাই (পালপাড়া) সার্বজনীন দুর্গা মন্দির,৩৬ নং শ্রী শ্রী সার্বাজনীন দুর্গা মন্দির,এনায়েতপুর ইউনিয়নে ৫৩ নং আয়না বাড়ী পালপাড়া দুর্গা মন্দির,বাকতা ইউনিয়নে ৪৬ নং বাকতা নাথ বাড়ি দুর্গা মন্দির, পুটিজানা ইউনিয়নে ১৪ নং হাটকালির বাজার দুর্গা মন্দির, ২০ নং বেরিবাড়ি পূর্বপাড়া যোগেশ সরকার বাড়ি দুর্গা মন্দির, ২১ নং বেরিবাড়ি পূর্বপাড়া দুর্গা মন্দির, ১৫ নং নামাপাড়া বৃন্দাবন ডাক্তারের বাড়ি দুর্গা মন্দির, দেওখোলা ইউনিয়নে ৪৩ নং দেওখোলা মাঝি বাড়ী দুর্গা মন্দির, ৪২ নং দেওখোলা পূর্ব মাঝিবাড়ী দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে গিয়ে পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন ও আর্থিক সহায়তা বিতরণ করেন ১৫১ ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয় প্রত্যাশী জনপ্রিয়বক্লীন ইমেজের নারী নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলনছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,সেলিমা বেগম সালমা।