
বার্নার্ড সরকারঃ
ফিলিস্তিনের মুসলমানদের উপর ইজরায়েলী বাহিনীরবর্বর মামলার প্রতিবাদে ধোবাউড়া উপজেলা জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অদ্য সকাল ১০ঘটিকায়।
সম্মিলিত উলামা পরিষদ সভাপতি মাওঃ আঃ সাত্তার. ও সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম উনাদের
উদ্যোগে সুশৃঙ্খলভাবে সাফল্যমন্ডিত হয়েছে আজকের ইজরায়েল বিরোধী সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা আঃ সাত্তার,চান্দের নগর মাদ্রাসার মোহতামীম হযরত মাওঃ মুখতার উদ্দিন,
নায়েব মোহতামীম আবুল কাশেম,বায়তুল হামদ মাদ্রাসার মোহতামীম হযরত মাওঃ আশরাফ আলী,উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসাইন,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল. সহ-সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন,
আব্দুল মোতালেব আকন্দ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত উসমান,মোস্তফা কামাল হোসেন খান,
জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ, কৃষকলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ঈমান,
হযরত মাওঃ হারুন অর রশিদ, হযরত মাওঃ হাবিবুর রহমান, মাওঃ রফিকুল ইসলাম, ধোবাউড়া থানা মসজিদের ইমাম ইসমাইল হোসেন প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুসলমানদের উপর ইজরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত এ হামলা বন্ধের দাবি জানান।
জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে ইজরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল বের করে,ধোবাউড়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সর্বশেষ কোট মসজিদ সম্মুখে এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করেছে ইজরায়েল বিরোধী
বিক্ষোভ মিছিলটি।
জাতি ধর্ম নির্বিশেষে ৫-৬হাজার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।