Header Image

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে পালিত

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই শ্লোগান কে সামনে রেখে ময়মনসিংহে ঝাকজমক পরিবেশে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ ইং উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে শনিবার ৪ নভেম্বর র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সকালে নগরীর কালিঝুলি মোড়ে আনুষ্ঠানিকভাবে র‍্যালী উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি।

এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা সহ অন্যান্যরা। র‍্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স ড্রিলসেডে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি।

এছাড়া বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পরিষদের চেয়ারম্যাম অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সহ সভাপতি মোশাররফ হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের সহ সভাপতি সফিক উল্লাহ, মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ, ডিবি ওসি মোঃ ফারুক হোসেন সহ অন্যান্য থানার অফিসার ইনচার্জগণ,ফাঁড়ী ইনচার্জগণ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্য, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ আরোও অনেকেই। পরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তাসহ অন্যান্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!