আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে শেরে বাংলার ১৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার ৩ রা নবেম্বর সংগঠনের উপদেষ্টা ইকবাল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আর.এ.এম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক ও ডা: মোশায়েদ রহমান মুন।ফজলুল হক পরিবারের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং ফাইয়াজুল হক রাজু, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
সাংস্কৃতিক অঙ্গন থেকে প্রতিক্রীয়া জানিয়েছেন,লালন কন্যা ফরিদা পারভীন, দেশবরেণ্য কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা, ডলি জুহুর, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সৈয়দ আব্দুল হাদীসহ সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ।
ডাঃ মোশায়েদ রহমান মুন আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ডাঃ মোশায়েদ রহমান মুন আরও বলেন বর্তমানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি,সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। অনুষ্ঠানে ৭৫ জন গুণীজন কে পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।