Header Image

বিএনপি-জামাতের হরতালের প্রতিবাদে ত্রিশালে ইকবাল হোসেনের নেতৃত্বে বিশাল শোডাউন

 

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি-জামাতের ডাকা হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ইকবাল টাওয়ার থেকে শুরু হয়ে মোটরসাইকেল শোডাউন টি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ইকবাল টাওয়ারের সামনে এসে শেষ হয়ে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদে সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাতের রাজনীতি থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। বিদেশি প্রভুদের কাছে ধন্না দিয়ে কোন ফল না পেয়ে হরতালের মতো সহিংস আন্দোলন তাঁরা বেছে নিয়েছেন। আমরা বিএনপি-জামাতের সকল নৈরাজ্য প্রতিরোধে সবসময় রাজপথে অবস্থান করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!