Header Image

ময়মনসিংহে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ কতৃক আয়োজিত বিএনপি-জামাতের হত্যা অগ্নিসংযোগ নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ নভেম্বর বিকাল ০৩ টায় কাঁচিঝুলি মোড় সংলগ্ন মেহগনি রোডে বর্তমান সময়ে দেশব্যাপী জামাত বিএনপি, অগ্নিসংযোগ নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা মোঃ ইকরামুল হক টিটু।

প্রধান অতিথি বক্তব্যে বলেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সবাইকে ঐক্যবন্ধ হয়ে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র সাধারণ জনগণ মাঝে তুলে ধরতে হবে। তিনি আরোও বলেন জামাত-বিএনপি দেশে অগ্নিসংযোগ নৈরাজ্য ও আগুন সন্ত্রাস ছাড়া আর কিছু দিতে পারে নাই।

বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি সহ বিভিন্ন খাতে আমূল পরিবর্তন এনে দিয়েছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহিত উর রহমান শান্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, হেলালুল ইসলাম সুরুজ,আনোয়ারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুল আলম মাসুম।

দপ্তর সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, উপ-দপ্তর সম্পাদক মোঃ শাহানুর আলম শান্ত সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সমাবেশে আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আল আমিন, ময়মনসিংহ মহানগর ছাত্র লীগের আহবায়ক নওশেল আহমেদ অনি সহ আরোও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!