আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ভালুকায় বিএনপি-জামায়েতের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৌরসভার ওয়াহেদ টাওয়ার থেকে একটি বিক্ষোভ র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দৌলা বাজারে সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ এম.এ. ওয়াহেদের নেতৃত্বে ওই বিক্ষোভ র্যালী অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা ডাকাতিয়া ইউনিয়নের দৌলা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ এম.এ. ওয়াহেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শওকত আলী।
অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী, আঞ্চলিক শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আওয়ামী লীগ নেতা জিকু ,যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সহ সভাপতি আল ইমরান সরকার প্রমুখ।