ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেলের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় ভালুকা সরকারি ডিগ্রী কলেজের সামনে থেকে একটি আনন্দ র্যালী ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভালুকা বাসস্ট্যান্ড চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিশাল বিশাল শোভাযাত্রা নিয়ে আনন্দ শোভা যাত্রায় মিলিত হয়।
হাজার হাজার নেতাকর্মী শোভা যাত্রায় যোগ দেওয়ায় নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে ৫১ পাউন্ড ওজনের বিশাল একটি কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম জন্মদিন পালন করেন।