মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহে 4M গ্রুপ এর অঙ্গ সংগঠন 4M Momo & Cafe ফাস্ট ফুড শপের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ নভেম্বর ( সোমবার) রাতে নগরীর নওমহল এলাকায় অবস্থিত অন্যতম ব্যতিক্রমী সুস্বাদু পুষ্টি সমৃদ্ধ ফাস্টফুড শপটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা শারমিন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুমন চন্দ্র ঘোষ,মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম রায়হান সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা,গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ।
4M গ্রুপএর চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মঞ্জুর হোসেন মৃদুল ও ডিরেক্টর মাহমুদা হোসেন মলি জানান,এটা আমাদের 4M গ্রুপ এর অঙ্গ সংগঠনের 4M Momo & Cafe ফাস্ট ফুড শপটিতে আপনারা সকলেই আমন্ত্রিত। এছাড়াও আমাদের 4M গ্রুপ এর আওতায় 4M buildet’s & developers, 4M interior decon, 4M hall & travels, 4M enterprises।