মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিহে শ্যামাপূজার বিসর্জন উপলক্ষে মঙ্গলবার ১৪ নভেম্বর বিকেল ০৪ টায় কাচারি ঘাটে অবস্থিত বিসর্জন ঘাটের প্রস্তুতি পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
এ সময় তিনি বলেন,মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নেতৃত্বে দুর্গাপূজায় বিসর্জন পর্ব সফল ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। শ্যামাপূজায়ও মেয়র সাহেব এর নির্দেশনা ও সনাতন ধর্মের নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্যামাপূজার বিসর্জনও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে আশা করি।
এ সময় আরোও উপস্থিত ছিলেন মসিক সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান,জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মারফত আলী,, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট সহ আরোও অনেকেই।