Header Image

শিক্ষার্থীদের দেশপ্রেম,ধর্মীয় মূল্যবোধ,দায়িত্বশীল হতে হবে মসিক মেয়র টিটু

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

শনিবার ১৮ নভেম্বর বেলা ১১ টায় ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। বক্তব্যে মেয়র বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানের ফলে অনেক শিক্ষার্থী তারা আজ উচ্চ শিক্ষা গ্রহণ করা সুযোগ পাচ্ছেন।

বর্তমান সরকার এর বদলতে এটা সম্ভব হয়েছে। তিনি আরোও বলেন, উচ্চ শিক্ষার পাশাপাশি তোমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে দেশপ্রেম, মানবতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ, সমাজ, পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে। রাজনীতি না করলেও প্রতিটি ব্যক্তির রাজনৈতিক সচেতনতা থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের। আরোও বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা পারভীন, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর শিল্পী সাহা সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!