Header Image

শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

 

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৯ নভেম্বর) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রিফজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত শিশু তামিম মিয়া (৭) ও তার ছোট ভাই ইসমাইল হোসেন (৪)। তারা ওই গ্রামের কাঠমিস্ত্রী মো. আল-আমিনের ছেলে।

নিহত দুই শিশুর স্বজন ঈমান আলী জানান, রোববার (১৯ নভেম্বর) দুপুরে বাড়ির পাশের অন্যান্য শিশুদের সাথে খেলা করছি তামিম ও ইসমাইল হোসেন। হঠাৎই খেলার ছলে ছোট ভাই ইসমাইল হোসেন পাশের কিবরিয়ার পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাড়াহুড়ো করে বড় ভাই তামিম পানিতে ডুবে যাওয়া ইসমাইল হোসেনকে উদ্ধারের চেষ্টা করলে সে জিও ব্যাগের বাঁধে পিচ্ছিল খেয়ে পানিতে পড়ে যায়।

এসময় সাথে থাকা শিশুরা কেউ টের পায়নি। কিছু সময় পর খেলতে থাকা শিশুদের মধ্যে একজন ইসমাইল হোসেনের মরদেহ পানিতে ভাসতে দেখে কান্নাকাটি শুরু করলে স্থানীয় এক নারী পানি থেকে ইসমাইল হোসেনের মরদেহ তুলে আনে। ওই সময় বড় ভাই তামিম নিখোঁজ ছিল। ঘন্টা খানের পর বেলা সাড়ে তিনটার দিকে পুকুর থেকে তামিমের মরদেহ তুলে আনা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, দুই ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি ভাবে ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!