মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
সারাদেশ জুড়ে চলছে বিএনপি-জামাতের দেওয়া হরতাল ও অবরোধ। আর এই বিএনপি-জামাতের দেওয়া হরতাল ও অবরোধের প্রতিবাদে ময়মনসিংহে ২৩ নভেম্বর দুপুরে একটি বিশাল মোটরসাইকেল মিছিল বের করেছে ময়মনসিংহ মহানগর ছাত্র লীগের আহবায়ক নওশেল আহমেদ অনি।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি ইকরামুল হক টিটু এর নির্দেশে ময়মনসিংহ শহরের গুরুত্বপুর্ণ রাস্তা নতুন বাজার মোড়,গাঙ্গিনারপাড় মোড়,চরপাড়া মোড়, জেলা স্কুল মোড়, কাচারীর মোড় প্রদক্ষিণ করে একটি বিশাল মটর সাইকেল মিছিল বের করে মহড়া দেওয়া হয়।
ময়মনসিংহ মহানগর ছাত্র লীগের আহবায়ক নওশেল আহমেদ অনির নেতৃত্বে মিছিলে আরোও উপস্হিত ছিল মহানগর ছাত্র লীগের অন্যান্য নেতৃবৃন্দরা। মিছিল শেষে মহানগর ছাত্র লীগ আহবায়ক নওশেল আহমেদ অনি বলেন বিএনপি জামাতের ডাকা অযৌক্তিক হরতাল ও অবরোধ টেকাতে আমরা মাঠে আছি।