ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের স্বতন্ত্র প্রার্থী বলেছেন, ত্রিশাল পৌরসভার মেয়র হিসাবে দায়িত্বে তেকে ত্রিশাল পৌর শহরকে বদলে দিয়েছি,পৌর এলাকার প্রতিটি অলিতে-গলিতে রাস্তাগুলো এখন দশ্যমান,এসব রাস্তাগুলো হওয়াতে ত্রিশাল বাজার এখন সবচেয়ে জনবহুল বাজার,বিভিন্ন উপজেলা থেকে ক্রেতা-বিক্রেতারা আসে ত্রিশালে বাজার করে।
পৌর এলালায় একটি মাত্র মাত্র মার্কেট ছিলো,বর্তমানে কয়েকটি বড়-বড় মার্কেট রয়েছে, গতন১৩ বছরে ত্রিশাল পৌর শহর অনেক আধুনিক শহর হয়েছে। চলমান এই উন্নয়নের ধারা ত্রিশাল পৌর শহরের বাইরে প্রতিটি ইউনিয়ন ও গ্রামে পৌছে দিতেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছি। নির্বাচিত হলে ত্রিশাল এলাকাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়বো।
তিনি বলেন, জনগণের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে উন্নয়ন করছি জনগণের কিছু চাওয়া অসমাপ্ত রাখা হয়নি। উপজেলা পর্যায়েও জনগণের সকল চাহিদা পুরণ করবো। জাতীয় সংসদ নির্বাচন প্রায় আসন্ন। সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকলের প্রচেষ্টা অব্যাহত রাখার দাবি জানান।
বুধবার (২৯শে নভেম্বর) উপজেলার ১০ নং মঠবাড়ী ইউনিয়নে বাদামিয়া মীরবাড়ি,ধানীখোলা, বৈলর ইউনিয়নের, এলাকায় স্বতন্ত্র এমপি প্রার্থী হিসাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও গণসংযোগকালে এসব কথা বলেন ত্রিশাল পৌরসভার
সাবেক মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ ।
মেয়র আনিছ ত্রিশাল পৌর এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, তার সময়ে ত্রিশাল পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় পৌর একাকা যেমন আলোকিত হয়েছে তেমনি ত্রিশালের ১২টি ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লাকেও আলোকিত করতে সর্বস্তরের জনতার ভোট,দোয়া ও সহযোগিতা চান।
এসময় মেয়র আনিছ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমোলক ও প্রতিদ্বন্দ্বিতা মোলক করতে দলীয় মনোনয়নের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উম্মুক্ত করেছেন। সেই লক্ষে বিজয়ের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা ডিজিটাল ত্রিশাল উপজেলাকে আগামীতে স্মার্ট উপজেলা গড়বো।বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ত্রিশালবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে আনিছ বলেন, এ ত্রিশাল আপনার, আমার, সকলের। তাই ত্রিশালকে এগিয়ে নিতে আসন্ন নির্বাচনে ত্রিশালের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এসময় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।