
দুবাইতে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলন (কপ-২৮)-এ বিভিন্ন দাবী তুলে ধরার লক্ষ্যে গতকাল ২৯ শে ( নভেম্বর ) বুধবার সকালে ময়মনসিংহ সদরের বেলতলী ব্রীজ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ব্যাতিক্রমধর্মী প্রতীকী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মাটি বাংলাদেশ, বিডাব্লুডজিইডি, ক্লীন ও সিসিএনজিএমসহ চারটি সংস্থার উদ্যোগে এই প্রদর্শনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কৃষক, খামারি,ব্যাবসায়ী সহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশগ্রহণ করেন। কয়লা,গ্যাসসহ জীবাশ্ম জালানীতে বিনিয়োগ নিষিদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবীর নিশ্চিতকরণ ও নবায়নযোগ্য জ্বালানিতে একটি সময় নির্দিষ্ট বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করাসহ ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডের মাধ্যমে বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়।
মাটি বাংলাদেশের নির্বাহী লেলিন রহমান, সিসিএনজিএম নেটওয়ার্কের সেক্রেটারি খন্দকার ফারুক আহমেদ এবং মাটি বাংলাদেশের কৃষিবিদ শহিদুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।