Header Image

ভালুকায় মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন

 

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে মনোনয়ন দাখিলের শেষ দিন সহকারী রিটার্নিং অফিসারের কাছে মোট আটজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। জাপা, তৃণমূল বিএনপি, তরিকত ফেডারেশন, সুপ্রীম পার্টি ও আ’লীগের নৌকা মনোনীত সহ একজন করে এবং আ’লীগের তিনজন স্বতন্র প্রার্থী হয়েছেন।

কাজিম উদ্দিন আহম্মদ (আ’লীগ), মো হাফিজ উদ্দিন(জাপা), এবিএম জিয়া উদ্দিন বাসার( সুপ্রীমপার্টি) মোঃ নাসির উদ্দিন(তণমূল বিএনপি), মোঃ কায়কোবাদ হোসেন (তরিকত ফেডারেশন), জেলা আ’লীগের সহ-সভাপতি এম এ ওয়াহেদ(স্বতন্র) উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা(স্বতন্ত্র )ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুর রহমান (স্বতন্ত্র)।

সহকারী রিটার্নিং অফিসার এরশাদুল আহমেদ জানান ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। জমার শেষ দিনে ৮ জন জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!