মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১২ ডিসেম্বর সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডন,সামীমা আক্তার,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ,সচিব মোঃ আরিফুর রহমান, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব,খাদ্য ও স্যানিটারী কর্মকর্তা দীপক মজুমদার,কোতোয়ালী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন,মসিক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ সহ মসিক স্বাস্থ্য কর্মীগণ।
সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দিনব্যাপী ক্যাম্পেইনে সিটি কর্পোরেশনের ৩৩ ওয়ার্ডে বিভিন্ন পয়েন্টে ৬ থেকে ১২ মাস বয়সী শিশুদেরকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।