
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
১৩ডিসেম্বর সকালে তার নিজ এলাকায় ১নং ধানিখোলা ইউনিয়নে তার নিজ বাড়িতে প্রায় ২শত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও ভালুকা পল্লী বিদ্যুৎ সমিতি সাবেক সভাপতি আব্দুল আজিজ।
সার্বিক ব্যবস্থাপনা ও কম্বল অনুষ্ঠানের সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা, প্রধান অতিথি ছিলেন বিআরডিপির সাবেক পরিচালক মোঃ জাবাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।