Header Image

ভালুকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ

ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি
“জাতির বীর সন্তানদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায়, মহান বিজয় দিবস উপলক্ষে, “মানুষের প্রতি মানুষের টান, স্বেচ্ছায় করি রক্তদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রক্তদান কর্মসূচি পালন করে, ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি।

(১৬ ই ডিসেম্বর) শনিবার মহান বিজয় দিবস, দিবসের শুরুতেই মাস্টার হাসপাতালে একজন রক্তস্বল্পতা রোগী সামছুল হক খানকে বি পজেটিভ রক্ত দান করেন, স্বেচ্ছাসেবক সোবে সাদিক। দুপুরে ডক্টরস হাসপাতালে একজন কিডনি রোগী একেবারে অসহায় নাজমা বেগমকে রক্তদান করেন, স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসাইন।
দিবস ব্যাপি রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আশরাফুল আলম হাবিবী।

আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক রমিজ রোহান, মুহাম্মাদ রাকেশ, হাফেজ মাওলানা শামীম, আমিনুল ইসলাম জয়, আবু যর গিফারী, রাসেল,মুমিন,আরমান,রাকিব, শাজাহান প্রমুখ।

ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির অন্যতম স্বেচ্ছাসেবক রাকেশ জানান, ২০২১ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়ে মানুষের বিভিন্ন সেবায় কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও আমরা সমাজের যুবকদেরকে নিয়ে একতা সততা মানবিকতা ও ধার্মিকতায় এগিয়ে যেতে চাই৷ মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদেরকে রক্তদানে উদ্বুদ্ধ করে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!