
রাকিবুল হাসান ফরহাদ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলায় প্রবাসী খন্দকার শরিফুল ইসলাম মঞ্জু এর পৃষ্টপোষকতায় প্রতিষ্ঠিত আনোয়ারা মডেল স্কুলের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ শে ডিসেম্বর ) সকাল ১১.৩০ ঘটিকায় প্রধান অতিথি মহুয়া খন্দকার ও মাহিয়া খন্দকার উপস্থিত থেকে স্কুলটির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এসময় সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্ববান জানান তিনি।
স্কুলের প্রধান শিক্ষক কাজী রাব্বি রায়হান স্কুল সম্পর্কে বলেন, দক্ষ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে মানসম্মত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এ স্কুলটি প্রতিষ্ঠা করেছি।
এর আগে প্রধান আতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।
এসময় কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিরোজ আহমেদ, সাংবাদিক খ ম শফিকুল হক,শামীমা আক্তার,সখিনা বেগমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য কামরুল মোল্লা,খন্দকার রিয়াজুল হক সহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আনোয়ারা মডেল স্কুলের পরিচালক মোছাঃ নাজমুন নাহার নাজমা।