Header Image

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা

আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহ-১১ ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থীর একটি প্রচারণা ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা।

শনিবার (২৩শে ডিসেম্বর) রাতের কোনো একসময় উপজেলার হবিরবাড়ী মিন্না মার্কেট এলাকায় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিবার সকালে সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমর্থকরা।

পরে ভালুকা মডেল থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। সমর্থকরা জানায়, স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদের ট্রাক মার্কার প্রচারণা কাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পে তালা দিয়ে বাসায় চলে যান নেতাকর্মীরা। পরে রাত তিনটার দিকে জানতে পারেন তাদের ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। এতে ক্যাম্পের সকল মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে বলেও জানান তারা।

ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম জানান, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!