মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-০৪ (সদর) আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি) কে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ২ নং ওয়ার্ডের উদ্যোগে একটি বিশাল মিছিল বের করা হয়েছে।
শুক্রবার ২৯ ডিসেম্বর বিকেলে ২ নং ওয়ার্ডে কাশর লাকী বাড়ী মোড় আমিনুল হক শামীম এর ট্রাক মার্কার কেন্দ্র হতে একটি বিশাল মিছিল বের হয়ে ২ নং ওয়ার্ড এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ট্রাক মার্কার কেন্দ্রে এসে শেষ করা হয়।
মসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম রফিক দুদু এর সভাপতিত্বে বিশাল মিছিলে উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক আবু রায়হান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি আব্দুল আওয়াল মিন্টু,মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল হক রিপন, ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ গোলাম মোস্তফা কামাল শামীম, জাপা নেতা মোঃ সাব্বির হোসেন বিল্লাল,শ্রমিক ইউনিয়ন এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন,২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রুমেন সবুর, যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন, ২ নং ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ময়মনসিংহ-০৪ (সদর) আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ” এফবিসিসিআই ” এর সাবেক সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি) এর পক্ষে ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ট্রাক মার্কায় ভোট চান।