Header Image

নেত্রকানায় বিজয় মিছিল নিয়ে সংঘর্ষে আহত একজনের মত্যু

নেত্রকানার আটপাড়ায় নির্বাচনের ভোট গ্রহন শেষে বিজয় মিছিল করার সময় দুই গ্রুপের সংঘর্ষে আহত নুরুল আমীন (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় একদিন পর মারা গেছে।
গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার দওগাও গ্রামে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। নিহত নুরুল আমীন দওগাও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। আজ সোমবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নেত্রকানা-৩ (আটপাড়া-কেদুয়া) আসনের নৌকা প্রতীককে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হন।
পরে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দওগাও গ্রামে বিজয়ী প্রার্থীর সমর্থকরা আনদ মিছিল বের করে। এসময় পিছন দিক থেকে কে বা কারা তাদের উপর অতর্কিত হামলা চালায়।
 এত দুপক্ষের মাঝে সংঘর্ষ বাধেঁ এ সময় যুবক নুরুল আমীন গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায়
প্রথম তাকে আটপাড়া উপজেলা স্বাস্য কমপ্লক্স নেয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণ করা হলে সোমবার বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলন,এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা  নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!