আনোয়ার হোসেন তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ত্রিশাল ৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম আনিসুজ্জামান আনিছ কে ফুলেল শুভেচছা দিয়ে বরন করে নিয়েছেন, ত্রিশালের প্রবেশদ্বার আমিরাবাড়ি ইউনিয়নের নেতা কর্মীরা।
শুক্রবার ১২ জানুয়ারি ঢাকা থেকে আসার পর এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, সহ ইউনিয়ন আওয়ামী লীগ, বীরমুক্তিযোদ্ধা, যুবলীগ, শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলালীগ, ছাত্র লীগ, ইউপি সদস্য সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
বক্তব্য কালে সংসদ সদস্য আনিসুজ্জামান আনিছ, সকলকে ধন্যবাদ প্রদান করেন। এবং দুই বছরের মধ্যে ত্রিশালের সমস্ত রাস্তা ঘাট, করার প্রতিশ্রুতি দেন।
ত্রিশালের উন্নয়নের জন্য সকলের কাছে তিনি সহযোগিতা কামনা করেন।