মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহের শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা প্লাস চপলা'র সাথে ডেজার্টে রাজ্যের সমাপনী অনুষ্ঠান।
নগরীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে জমজমাট এই আয়োজনটি ছিল ডেজার্ট কুইন (ময়মনসিংহ অঞ্চল) চ্যাম্পিয়ন চপলা আজমেরীর কানাডা অভিবাসনের পূর্বে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নিবেদিত একটি ফিডব্যাক প্রোগ্রাম। উদ্যোক্তা প্লাসের এডমিন নাসিরুল ইসলাম জানান, ডেজার্ট কুইন চপলা আজমেরী কানাডা অভিবাসনের পূর্বে উনার কাজগুলো প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের শিখিয়ে রাখা এবং চপলা আজমেরী সহ ওনার পুরো পরিবারকে সম্মানিত করাই এ আয়োজনে লক্ষ্য।
অংশগ্রহণকারীরা দুই দিনের প্রশিক্ষণে শেখানো বিভিন্ন ডেজার্ট আইটেম গতকাল তৈরি করে নিয়ে আসেন। গতকালের এই আয়োজনে উদ্বোধন করা হয় উদ্যোক্তা প্লাস মেডিসিন ব্যাংকের। যার মাধ্যমে অস্বচ্ছল উদ্যোক্তাদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হবে। উপস্থিত অতিথি এবং উদ্যোক্তাগণ এমন মানবিক উদ্যোগের ভুঁয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উদ্যোক্তা উন্নয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দা সেলিমা আজাদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহের শীর্ষস্থানীয় উদ্যোক্তা গ্রুপগুলোর এডমিন নওশীন তারান্নুম মুনা, ইসরাত দৌলা ইমা, সাদিয়া আফরিন লুনা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক আমজাদ হোসেন ফকির এবং ডাক্তার তাসলিমা বিনতে রাশেদ (দোলা) সহ প্রমূখ।