স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়েছে।টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন ও তার সহযোগীদের বিরুদ্ধে।
১৪ই জানুয়ারি (রবিবার) সকাল থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে টিসিবি কার্ড বিতরণ শুরু হয়।
উপকারভোগীদের অভিযোগ কার্ড প্রতি ১হজার টাকা নেওয়া হয়েছে।যারা টাকা দিতে পারেনি তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।অপরদিকে যাদের তালিকায় নাম রয়েছে তাদের কাছ থেকে পূণরায় কার্ড প্রতি ৫০টাকা করে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপকারভোগীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে, ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন বলেন,আমরা কারো কাছ থেকে কার্ডের জন্য টাকা নেয়নি।এটি রাজনৈতিক প্রতিহিংসার কারনে মিথ্যা অভিযোগ দিচ্ছে।