মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক ও মেয়র ইকরামুল হক টিটু। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকেই দায়িত্বশীলতার সাথে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মেয়র ইকরামুল হক টিটু সিটি কর্পেরেশনের দায়িত্ব নেওয়ার পর শহরের সড়ক ও ড্রেনেজ অবকাঠামোয় দারুণ পরিবর্তন এসেছে। বিশেষতঃ বিলুপ্ত পৌরসভার সাথে যুক্ত নতুন ১২ টি ওয়ার্ড যেগুলো পূর্বে ইউনিয়ন পরিষদ ছিল সেখানে যোগাযোগ ও ড্রেনেজ অবকাঠামোয় ব্যাপক পরিবর্তন এসছে ।
দূরদর্শী মেয়র এর কার্যক্রমে আবর্জনার শহর ময়মনসিংহ এই তকমা থেকে বেরিয়ে এসেছে অনেকটা। বিলুপ্ত পৌরসভার জনবল দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ টন বর্জ্যের ব্যবস্থাপনা করা হচ্ছে। মেডিকেল বর্জ্য, পয়ঃবর্জ্য এবং গৃহস্থালী বর্জ্যের ব্যবস্থাপনার নেওয়া হয়েছে পৃথক পৃথক উদ্যোগ। প্রায় ১৭১ কিলোমিটার সড়কে বসেছে এলইডি সড়কবাতি।
ইপিআই, কৃমি নিয়ন্ত্রণ, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শতভাগ সফলতার পাশাপাশি নাগিরক স্বাস্থ্য সেবায় একটি নগর মাতৃসদন এবং তিনটি স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জনগণের প্রয়োজনে তিনি কঠোর সিদ্ধান্তও নিতে পারেন। তার প্রমাণও তিনি রেখেছেন। নগরের জলাবদ্ধতা নিরসনে গত জুলাই মাস থেকে সিটির খালগুলোর অবৈধ দখল উচ্ছেদ শুরু করেছেন। ইতোমধ্যে প্রায় ১২ কিলোমিটার খালের দখল উচ্ছেদ সম্পন্ন হয়েছে।
এতে বহু প্রভাবশালী স্থাপনাসহ ভাঙা পড়েছে প্রায় ৫ শতাধিক বাড়ি-দোকান-প্রতিষ্ঠান ইত্যাদি।বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তিনি। নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে শম্ভুগঞ্জ ব্রীজের পাশে স্থাপন করেছেন জয়বাংলা চত্বর। টাউনহলে স্থাপিত বঙ্গবন্ধু গ্যালারি বঙ্গবন্ধুর বানী, ভাষণ ইত্যাদি মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন।
এছাড়াও বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর চেতনাকে ছড়িয়ে দিচ্ছেন মানবিক মেয়র ইকরামুল হক টিটু। দক্ষ প্রশাসক হিসেবেও তিনি সুনাম অর্জন করেছেন।
তার নেতৃত্বে ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদনে স্থানীয় সরকার বিভাগের ১২ টি সিটি কর্পোরেশনের মধ্যে ২য় স্থান অর্জণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। স্মার্ট বাংলাদেশ গড়ায় স্মার্ট কারিগর ইকরামুল হক টিটু। সিটি কর্পোরেশনের ৫ টি সেবাকে তিনি অনলাইনে এনেছেন। বর্জ্য ব্যবস্থাপনায় সিসিটিভি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও দক্ষ করে তুলেছেন।
তিনি মহনগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেয়ার পর শুধু মহানগর নয় সামগ্রিক ময়মনসিংহের রাজনৈতিক কর্মকাণ্ডেও গতিশীলতা এসেছেন।
তিনি ময়মনসিংহ শহরের সমস্যাগুলো সমাধানেরচেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে শহরের নানা প্রান্তে সড়ক-ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ চোখে পড়ছে। সড়কবাতির ঘাটতি অনেকাংশে পূরণ হয়েছে। তাই জনগণের দাবী মেয়র ইকরামুল হক টিটু এর অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হবে।