Header Image

অসহায় ৭৪ নারীকে সেলাই মেশিন দিলেন মসিক মেয়র টিটু

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

অসহায় ৭৪ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

মঙ্গলবার ১৬ জানুয়ারী বেলা ৩ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন সমূহ বিতরণ করেন মেয়র ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।

প্রধানমন্ত্রী নারীদের সক্ষমতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়েছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নারী উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রন্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষাাধিক মানুষকে সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়া দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সেলাই মেশিন পাওয়া নারীদের উদ্দেশ্যে তিনি বলেন এ উপহারকে যথাযথ ব্যবহার করতে হবে। নিজের ভাগ্যের উন্নয়নে পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে কাজ করে যেতে হবে। এছাড়াও তিনি জানান, সিটির উন্নয়নে ১৬০০ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। এর মাত্র ৩০০ কোটি ব্যয় হয়েছে। আরও ১৩০০ কোটি টাকা নগরের উন্নয়নে ব্যয় হবে, এতে শহরের চেহারা পাল্টে যাবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও কাউন্সিলরগণ, সচিব মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, বিভিন্ন বিভাগ ও শাখার প্রধানগণ, সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!