Header Image

ভালুকায় কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে মালামাল লুট

 

আনোয়ার হোসেন, ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ভালুকায় আলতলি হামিদের মোড় নামক স্থানে বেইজবন কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে নৈশ প্রহরি ও মিস্ত্রিদের অস্ত্রের মুখে জিম্মি করে নির্মাণ সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ১০/১৫ জন মুখোশধারী একদল ডাকাত।

ঐ ওয়ার্কশপের নৈশপ্রহরি দুলাল মিয়া জানান, ১৭ জানুয়ারী বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ১০/১৫ জনের একদল মুখোশধারী লোক তাকে ও ওয়েল্ডিং মিস্ত্রি সবুজ ও সজিবকে অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে ৫ জন তাদেরকে আটক রেখে বাকিরা ৪ টি ওয়েল্ডিং মেশিন, জেনারেটর বড় ১ টি, ড্রিল মেশিন ৩ টি, আয়রন ড্রিল ৩ টি, গ্যানিং মেশিন ১০টি, টোল বক্স যন্ত্রসহ ৪টি, ওয়েল্ডিং রড ৮ প্যাক, হ্যামার ৩ টি, হাতুরি ৫ টি, চেইন কাপ্পা ২ টি, বড় মটর ৩ টি, হাইস্পিট কাটার ৪ টি ও অন্যান্য মালামাল সহ প্রায় ১০ লাখ টাকার লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে ওই ওয়ার্কশপের মালিক আলমগীর হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার ওয়ার্কশপ কারখানায় গত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!