মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
শুক্রবার ১৯ জানুয়ারী ময়মনসিংহ নগরীর স্বদেশী বাজার মোড়ে দ্বিতীয় বারের মত স্বদেশী বাজার,রমেশ সেন রোড়,ওল্ড পুলিশ ক্লাব রোড়,শাঁখারী পট্রি,যাদব লাহেড়ীলেন ও তার পার্শ্ববর্তী সকল ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ইসলামী সম্মেলন এর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিক ০৮ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ ফারুক হাসান। ময়মনসিংহ বড় মসজিদের পেশ ঈমাম ও খতিব আল্লামা আব্দুল হক দা.বা. এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাছছিরে কোরআনের হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দা.বা. ঢাকা।
এছাড়াও ইসলামিক বক্তব্য রাখেন শায়খুল হাদীস, জামিয়া আরাবিয়া,মিফতাহুল উলুম মাদ্রাসার হযরত মাওলানা মুফতি আহমদ আলী দা.বা. মোমেনশাহী। মুতাওয়াল্লি, খানকায়ে হোসাইনিয়া মাদানিয়ার হযরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ কাসেমী দা.বা. মোমেনশাহী। সিনিয়র পেশ ইমাম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান দা.বা. ঢাকা,জনন্দিত ওয়ায়েজ হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান খাঁন দা.বা.খুলনা। পরিচালক, ফিকরুল উম্মাহ ফাউন্ডেশনের হযরত মাওলানা চৌধুরী নাসির আহমদ দা.বা. ঢাকা।
ইসলামী সম্মেলন এর সার্বিক সহযোগিতায় ছিলেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আশরাফ খান এবং সদস্য সচিব মোঃ আবদুল্লাহ আল মামুন।এছাড়া স্হানীয় উলামায়ে কেরামগণও ইসলামিক আলোচনা পেশ করেন।