আনোয়ার হোসেন ভালুকা (ময়মনসিংহ):
ময়মনসিংহের ভালুকায় জুয়েলার্সের দোকানে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩-০১-২০২৪)ইং তারিখ সকালে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান সিসি টিভির ফুটেজ দেখে ও প্রযুক্তির সহায়তায় চক্রের এক সদস্য ব্রাহ্মণবাড়িয়া এলাকার নবীনগর থানার মৃত তাজুল ইসলামের ছেলে সেলিম (৩৬) কে আটক করা হয়।
এর আগেও থানার এস আই কাজলের নেতৃত্বে ওই ঘটনায় একটি টিম পরিচালনা করে কুমিল্লা জেলার হোমনা থানার কলাগাছি এলাকার শিশু মিয়ার ছেলে আমির হোসেন (৩৩) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আমি তো আবুল কাশেম এর ছেলে
দুলাল (৩২)কে আটক করে জেল হাজতে পাঠায়।
সোমবার রাতে সেলিমকে আটকের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গত ১০ জানুয়ারি বাটাজোড় এলাকায় দোকানের সামনে ছাতা ও চাদর ধরে শাটার ফাক করে অভিনব কায়দায় হৃদয় সুজয় জুয়েলার্সে চুরির ঘটনাটি ঘটে।