Header Image

নেত্রকোনায় প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত দুই

নেত্রকোনায় প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এসময় ৬ জন গুরুতর আহত হয়।
আজ বিকাল ৩ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঝাউসী নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।
নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম (৪০) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নেত্রকোনার বারহাট্রা ফকিরের বাজার পুলিশ  ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতদের প্রথমে নেত্রকোনা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকালে যাত্রীবাহী একটি সিএনজি নেত্রকোনা থেকে ছেড়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউশী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার সিএনজির চালকসহ ৮ জন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!