
আনোয়ার হোসেন তরফদার:
ময়মনসিংহের ভালুকার বিভিন্ন স্থানে শীতার্ত হতদরিদ্র লোকজন ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করেছে লায়ন ঢাকা এ্যাম্বাসেডর নর্থ ক্লাব।
শনিবার ক্লাবের বিভিন্ন কর্মকর্তাগন ভালুকা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা ছাড়াও মল্লিকবাড়ী ইউনিয়েনের বর্তা এবং মেদুয়ারী ইউনিয়নের বিভিন্ন স্থানে হতদরিদ্র লোকজন এবং মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করেন,
কর্মসুচীতে অংশ নেন ঢাকা এ্যাম্বাসেডর নর্থ ক্লাব ৩১৫ বি২ রিজিওন ডিষ্ট্রিক চেয়ারপার্সন লায়ন আসাদুজ্জামান চৌধুরী মাসুদ,ঢাকা এ্যাম্বাসেডর নর্থ ক্লাব ৩১৫ বি২ রিজিওন ডিষ্ট্রিক চেয়ারপার্সন লায়ন নাইমুল করিম জান্নাত,ঢাকা এ্যাম্বাসেডর নর্থ ক্লাব ৩১৫ বি২ রিজিওন ডিষ্ট্রিক প্রেসিডেন্ট লায়ন মোস্তাফিজুর রহমান মামুন,
ঢাকা এ্যাম্বাসেডর নর্থ ক্লাব ৩১৫ বি২ রিজিওন ডিষ্ট্রিক সেক্রেটারী লায়ন মোঃ নিজাম উদ্দিন,ঢাকা এ্যাম্বাসেডর নর্থ ক্লাব ৩১৫ বি২ লায়ন কায়সার আহম্মেদ কাজল , ঢাকা এ্যাম্বাসেডর নর্থ ক্লাব ৩১৫ বি২ লায়ন শরীফ হাসান,ঢাকা এ্যাম্বাসেডর নর্থ ক্লাব ৩১৫ বি২ লায়ন অনা হক। এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্ঠ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
লায়ন আসাদুজ্জামান চৌধুরী মাসুদ জানান ৩শতাধিক শীতার্ত লোকজনের মধ্যে শনিবার কম্বল বিতরন করা হয়েছে। তাদের এ কর্মসুচী অব্যাহত থাকবে। শীতের বৈরি আবহাওয়ায় শীতার্তদের পাশে মানবতার সেবায় এগিয়ে আসতে সমাজের প্রতিটি বিত্তবানদের প্রতি তিনি অনুরোধ জানান।