বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে মোছাঃ শিরিনা আক্তার (২৮), তাহার সহোদর বড় ভাই এমদাদুল হক কে নিয়া তাহার প্রবাসী স্বামী বিদেশ হইতে পাঠানো টাকা সোনালী ব্যাংক, ত্রিশাল শাখা হইতে উত্তোলন করিয়া রিক্সা যোগে ইভা ফিলিং স্টেশনের সামনে পৌছালে পূর্ব হইতে ফলো করা ছিনতাই কারী ভিকটিমের রিক্সা গতিরোধ করিয়া তাহার হাতে থাকা ভেনিটি ব্যাগ কেড়ে তাহার সবকিছু নিয়ে ময়মনসিংহের দিকে চলিয়া যায়।
তখন শিরিনা আক্তার ঘটনাস্থলে চিল্লা চিল্লি করিলে ত্রিশাল থানা পুলিশ ছিনতাই কারীদের পিছন পিছনে দাওয়া করিয়া বৈলর কাজির শিমলা উকিল বাড়ী মোড় হইতে ০২ (দুই) জন ছিনতাইকারীকে তাহাদের বহন করা মোটরসাইকেল সহ ধৃত করে।
এবং ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাইকৃত নগদ ৬,০০,০০০/- টাকা, ভিকটিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ ছিনতাইকারীদের ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল ফোন উদ্ধার করে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান খবর পেয়ে আমি তাৎক্ষণিক ভাবে টহলরত আমাদের অফিসার কে ব্যবস্থা নিতে নির্দেশ দেই, তারা বৈলর কাজির শিমলা উকিল বাড়ী মোড় হইতে ০২ (দুই) জন ছিনতাইকারীকে তাহাদের বহন করা মোটরসাইকেল সহ ধৃত করে। তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হচ্ছে।