মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আফরোজ খান মডেল স্কুলে নবমতম বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ও দুপুরে আফরোজ খান মডেল স্কুল প্রাঙ্গনে সকাল ১০ টায় প্রভাতি ও দুপুর ২ টায় দিবা শাখার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুবর রহমান এর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক এর সঞ্চালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।
মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজ খান মডেল স্কুলের নির্বাহী কমিটির সভাপতি হাসিনা আফরোজ খান, আফরোজ খান মডেল স্কুলের নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মুনসুর আলম চন্দন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা মোহাম্মদ আশিকুর রহমান।
মিলাদ মাহফিলে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বার্ষিক মিলাদ মাহফিলে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।