মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
এসআই (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন আউলিয়ারচালা মহুরীর মোড় সাকিনস্থ জনৈক ফরহাদ আলী এর মনোহারী দোকানের সামনে ফাঁকা উপর হইতে ০১ ফেব্রুয়ারী ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রফিকুল ইসলাম (৪৭), পিতা-মৃতঃ ইয়াছিন আলী, মাতা-মৃতঃ রেজিয়া খাতুন, সাং-দেবরাজ (বকুলের মিলের পিছনে), থানা-সখিপুর, জেলা-টাংগাইলকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রেজাউল আমীন সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া (স্কয়ার মাষ্টারবাড়ী) সাকিনস্থ পূর্বাশা সিএনজি স্টেশনের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ০১ ফেব্রুয়ারি ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শামীম মিয়া (২৫), পিতা-মৃত কমর উদ্দিন, মাতা-মোছাঃ বেগম, গ্রাম-আবদার, পোঃ-বলদিঘাট, থানা- শ্রীপুর, জেলা–গাজীপুর ২। মোঃ সোহেল মিয়া (২৪), পিতা- মোঃ ফজলু মিয়া, মাতা-মোছা-রমিছা খাতুন, গ্রাম-চিনাকান্দি বাজার, পোঃ-ধনপুর, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ এ/পি-সাং ফরিদপুর, নয়নপুর বাজার সংলগ্ন, থানা- শ্রীপুর, জেলা–গাজীপুরদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন ধোবাউড়া সাকিনস্থ সাব-রেজিস্টার অফিসের সামনে পাকা রাস্তার উপর হইতে ০১ ফেব্রুয়ারী ০৪ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুম বিল্লাহ (২০), পিতা-মোঃ নাসির মিয়া, মাতা-মোছাঃ হীরা মনি, ২। মোঃ শামীম (২২), পিতা-মোঃ কেরামত, মাতা-মোছাঃ জাহানারা বেগম, ৩। মোঃ মাহফুজ হাসান (২০), পিতা-মোঃ মোফাজ্জল হোসেন, মাতা-মোছাঃ জামিনা খাতুন, সর্ব সাং-দর্শা মাইজপাড়া, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৪ বোতল বিদেশী মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৬ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল ও ধোবাউড়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।