মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহের সামাজিক সংগঠন বন্ধন এর উদয়োগে শনিবার ৩ ফেব্রুয়ারী রাতে এক ব্যতিক্রমী কাজ করা হয়েছে অথাৎ ময়মনসিংহ নগরীর, টাউনহল মোড়, জিলা স্কুল মোড়, নতুন বাজার মোড়, গাঙিনাপাড় মোড়, শিব বাড়ি, বিভিন্ন জায়গায় রাতে ঘুরে ঘুরে বিভিন্ন কাজে কর্মরত শীতার্ত মানুষ ও সেলুনে কর্মরত এবং মুচির দোকানে কাজ করে যারা তাদের মাঝে শীতের রাতে বন্ধন সংগঠনের স্বেচ্ছাসেবকগণ কম্বল বিতরণ করেন।
রাতে শীতার্ত লোক গুলো কম্বল পেয়ে খুব খুশী হয়েছে এবং বলেছে আর কেউ আসেনি আপনরা এসেছেন আপনারদের জন্যে দোয়া করি আপনারা ভাল থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম,
সাধারণ সম্পাদক পারবেজ রানা,যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ রানা,প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক মিলন মিয়া,
কার্যনির্বাহী কমিটির সদস্য নাসির হোসাইন, সদস্য সুশান খন্দকার।