Header Image

ভালুকায় বনবিভাগের প্রায় ৬ একর বনভুমি জবর দখলের চেষ্টা

 

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ভালুকায় ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের হবিরবাড়ি মৌজার ১৫৪ নম্বর দাগে আমতলী মোড় এলাকায় প্রভাবশালীদের জবরদখলকৃত সাড়ে ৫ একর বনভূমি উদ্ধার করে সম্প্রতি বনবিভাগ আকাশমনি চারা রোপন করে।

কিন্তু ওই চক্রটি পূণরায় জবরদখলের উদ্দেশ্যে রাতের আঁধারে অধিকাংশ চারা উপড়ে ফেলে। বনবিভাগ কর্তৃক নিয়োগকৃত বাগানের পাহারাদার লবণকোঠা গ্রামের আবুল কাশেম ও জিয়াউর রহমান জানান, নাজমুল নামে এক ব্যক্তি তাদের প্রায়ই বিভিন্ন ধরণের হুমকী দিয়ে আসছেন বাগানের দায়িত্ব থেকে সড়ে যাওয়ার জন্য।

ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট অফিসার আশরাফুল আলম খান জানান, হবিরবাড়ি মৌজার ১৫৪ নম্বর দাগে মোট জমি রয়েছে ২৯৪. ৩০ একর। তার মাঝে বনবিভাগের জমি রয়েছে ২০১.৫০ একর। যা ২০ ধারায় গ্যাজেটভূক্ত। সম্প্রতি ওই দাগে জবরদখলকৃত সাড়ে ৫ একর বনভূমি উদ্ধার করে বনায়ন করা হয়। পরে বাগান দেখাশোনার জন্য পাহারাদার নিয়োগ করা হলেও রাতের আঁধারে ওই চক্রটি পূণরায় জবরদখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের হুমকী ও কৌশলে চারাগুলো ধ্বংশ করে চলেছে।

নাজমুল হকের ম্যানেজার আতিক বলেন কাসেম আমাদের কেয়ারটেকার হায়দারকে মারদর করেছে।
আমরা কাউকে হুমকি দেয়নি।

এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!