মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩/২৪ ইং এর আওতায় অনূর্ধ্ব-১৫ বছরের বালক ও বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে
৭ ফেব্রুয়ারি বিকেলে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সনদ বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিচালক আ,ন, ম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক
মোঃ এহতেশামল আলম, মনসিংহ মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজে অধ্যক্ষ মোঃ মুমিনুল হাসান, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি এ.কে.এম দেলোয়ার হোসেন মুকুল।
ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আরিফুল হক মৃদুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মোঃ আবদুল বারী। বক্তব্য শেষে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।