Header Image

ময়মনসিংহের শালবন পরিবহনের বাসস্ট্যান্ড খুব শীঘ্রই যাচ্ছে মাসকান্দায়

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

অপ্রিয় হলেও সত্য কথা ময়মনসিংহ শহরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে শালবন পরিবহন। এই বাস সার্ভিসটির কারণে নগরীর চড়পাড়া এলাকা জুড়েই দৃশ্যমান যানজট চোখে পড়ে। যে কারণে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে সেবা নিতে আসা রোগীসহ নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন।

শালবন পরিবহনের জন্য শহর জুড়ে যানজটের কথা স্বীকারও করছেন শালবন পরিবহনের চালকরা। তারাও চান যাতে ত্রিশালে যাওয়ার শাহলবন পরিবহনের বাসস্ট্যান্ডকে দ্রুত মাসকান্দায় সরিয়ে নিয়ে যাওয়া হয়
তাহলে ময়মনসিংহ শহরবাসীর জন্য সুখবর। শহরের গলার কাঁটা শালবহন পরিবহনের বাসস্ট্যান্ডকে স্থায়ীভাবে সরানো হচ্ছে মাসকান্দা বাসস্ট্যান্ডে। সে জন্য পরিকল্পনা মোতাবেক শালবহন পরিবহনের বাসস্ট্যান্ড নির্মাণের কাজ এখন শেষের পথে। ময়মনসিংহ মেডিকেলের সামনে থেকে যেকোন সময় সরানো হবে অস্থায়ী বাসস্ট্যান্ডকে। আর এতে করে নগরবাসী কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে মনে করছেন সিটি কর্তৃপক্ষ।

ময়মনসিংহ সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, “জনগণের স্বার্থে শীঘ্রই শালবন পরিবহনের বাসস্ট্যান্ড মাসকান্দায় স্থানান্তর করা হবে। এতে শহরের যানজট অনকোংশে কমবে বলে বিশ্বাস করি। জানা যায় যে বছরের পর বছর যানজটে ভোগান্তির শিকার হয়ে বাসকরতে হচ্ছে ময়মনসিংহ নগরবাসীকে। পরবর্তীতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে কয়েকমাস আগে শালবন পরিবহনের বাসস্ট্যান্ডকে সরিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গেটে স্থানান্তর করা হয়। এর পর থেকেই মাসকান্দা বাসস্ট্যান্ডে স্থায়ী বাসস্ট্যান্ডের উদ্যোগ নেয়া হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন দ্রুত এই শালবন পরিবহনের বাস স্ট্যান্ডকে মাসকান্দায় সরিয়ে নিলে শহরের যানজট কমে আসবে বলে মনে করেন নগরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!