
লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ:
ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন ০১নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ – মোঃ সহিদুল ইসলাম ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে, ভিন্ন ভিন্ন জেলায় অভিযানের অংশ হিসেবে, এস আই (নিঃ) – রুবেল মিয়া, এস আই (নিঃ) – ফারুক আহমেদ, এস আই (নিঃ) – সাজ্জাদ হোসেন সজীব ও এ এস আই (নিঃ) – কামাল মিয়া, সর্ব কর্মস্থল কোতোয়ালী থানাধীন ০১নং পুলিশ ফাঁড়ি।
ময়মনসিংহ সংগীয় ফোর্সসহ মামলার চোরাই যাওয়া মোটরসাইকেল সহ আসামী গ্রেফতার হয় গাজীপুর মেট্রোপলিটন এলাকার জয়বদেবপুর থানাধীন সিড়ির চালা কাইয়াপাড়া এলাকা এবং ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানাধীন গোপীনাথপুর বংশীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাদীর চোরাই যাওয়া ০১টি মোটরসাইকেল সহ আসামীদের হেফাজতে থাকা আরো ০৩ টি মোটরসাইকেল সহ মোট ০৪ টি চোরাই মোটরসাইকেল এবং ০৪ জন আসামী ১/ মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩০), পিতা – শহিদুল ইসলাম (জন্মদাতা), বর্তমান পিতা – মোখলেসুর রহমান, মাতা – হেলেনা বেগম, সাং – লেংড়ার মোড়, বলাশপুর বড়বাড়ী, থানা- কোতোয়ালী, জেলা – ময়মনসিংহ, ২/ পিয়াল হাসান (২৫), পিতা – রমজান আলী, মাতা – পারভীন বেগম, সাং – ৪৯/এ, বাঘমার, থানা – কোতোয়ালী, জেলা – ময়মনসিংহ, ৩/ মুছা মিয়া (৩৫), পিতা – সাঈদ মিয়া, মাতা – হনুফা বেগম, সাং – পুনিয়াউট, থানা – ব্রাহ্মনবাড়ীয়া সদর, জেলা – ব্রাহ্মনবাড়ী ৪/ আসাদুল ইসলাম (৩০), পিতা – আজিজুল ইসলাম আজিত, মাতা – আছমা বেগম, সাং – বলাশপুর (পাওয়ার হাউজ রেলওয়ে কলোনী), থানা কোতোয়ালী, জেলা – ময়মনসিংহদের নিকট হতে ০৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
চোর চক্রের সদস্য অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করিয়া ভাসমান অবস্থায় বিভিন্ন এলাকায় বসবাস করে বিভিন্ন জেলা/থানায় মোটরসাইকেল চুরি করা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড জড়িত হয়ে আসছিলো।