লুৎফুন্নাহার রুমা, ময়মনসিংহ:
ময়মনসিংহের পরানগঞ্জের চর বওলা এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় নাছিমা বেগম (৪৮) নামের এক পথচারী নিহত ০১।
(১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সারে ৫:টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের চরবওলা-পরানগঞ্জ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছিমা বেগম ওই পরানগঞ্জ ইউনিয়নের, ছাতিয়ানতলা এলাকার মৃত মোজাম্মেল হক এর স্ত্রী এবং চরবওলার মৃত গিয়াস উদ্দিনের মেয়ে।
নিহতের পড়িবারের ভাস্যমতে, নাছিমা বেগম শনিবার (১৭ ফেব্রুয়ারী) চর বওলা পিত্রালয় থেকে সন্ধায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
চরবওলা-পরানগঞ্জ রোড পারাপারের সময় অপর দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।