মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
সোমবার ১৯ ফেব্রুয়ারী বিদ্যালয় প্রাঙ্গনে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মসিকের সাবেক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ কারনে তিনি থাকতে পারেনি। ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মুন্নী দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন পুলিশ লাইন প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক প্রতিভা চক্রবর্তী।
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।