Header Image

ত্রিশালে শালবান গাড়ি মালিক সমিতির সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের ত্রিশাল মহাসড়কে শালবন যানবাহন গাড়ির মালিক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ত্রিশালে মালিক সমিতির সভাপতির নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন শালবন গাড়ির মালিক সমিতির সভাপতি ও ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন।

সঞ্চালনা করেন, মালিক সমিতির নেতা মশিউর রহমান শরিফ।বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির নেতা শ্রী শংকর চন্দ্র রায়, জেলা মালিক সমিতির নেতা রিন্টু জামান, ত্রিশাল মালিক সমিতির নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, আব্দুল কাদির,গোলাম মোস্তফা, আব্দুল্লাহ আল মাসুদ সিহাব প্রমুখ।

মালিক সমিতির সভায় কয়েকটি সিদ্ধান্তের বিষয়ে আলোচনার মধ্যে ছিল গেইট লক, গাড়িতে টিকেট ছাড়া কোন যাত্রী থাকতে পারবে না। সুনির্দিষ্ট স্থান ছাড়া যাত্রী উঠা নামা করবে না, যাত্রী ভাড়া ৪০টাকা আর ছাত্র ভাড়া ৩০টাকা করে সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও মালিক সমিতির পক্ষ থেকে হাইওয়ে রোডে তিন চাক্কার গাড়ি চলাচল বন্ধে প্রতিবাদ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!