Header Image

ধোবাউড়ায় ২০ বোতল ভারতীয় মদসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ

বার্নার্ড সরকার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সীরহাট টু বেলতলী রোডে ২০ বোতল ৩৫০ মিলি রয়েল স্টেগ ভারতীয় মদসহ ১ জনকে আটক করে ধোবাউড়া থানা পুলিশ।

আটককৃত ১ জন হলো- আবুল কাশেম(৫৫),পিতা: মৃত- মহব্বত আলী, সাং মধ্য শালকোনা,থানা: ধোবাউড়া, জেলা: ময়মনসিংহ।

এ বিষয়ে এস,আই জাহিদ হাসান জানায় যে, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চান মিয়ার নির্দেশে আমি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ১০ ঘটিকায় উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সীরহাট টু বেলতলী রোডে চেকপোস্ট বসিয়ে অভিযান অব‍্যাহত থাকাবস্থায় ব্যাগবাহী একজনকে সন্দেহ করে থামিয়ে উক্ত কুখ্যাত চোরাচালানকারী মাদক ব্যবসায়ী কে আটক করেন।

আসামীকে থানায় হেফাজতে রেখে মামলা রুজুর প্রক্রিয়া শেষে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরোও বলেন মাদকের বিরুদ্ধে এ অভিযান অব‍্যাহত থাকবে এবং এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবেনা।
মাদকের সাথে যে বা যারা জড়িত থাকবে তাকে বা তাদেরকেউ আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!