Header Image

ভালুকায় যুবলীগ নেতাকে ফাসানোর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

 

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ভালুকায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাদেরকে ফাসানোর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকায় এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন বলেন, জজ মিয়া কুক্ষাত মাদক ব্যবসায়ী সে ২৬ তারিখ রাতে একটি ঘটনার নাটক সাজিয়ে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। সে বিভিন্ন মিডিয়ায় আমি সহ নাইম সরকার ও স্বাধীন সরকারের নামে মিথ্যা বানোয়াট গল্প সাজিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা এ জঘন্য ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন,
এক সময়ের গাড়ির হেল্পার জজ মিয়া কিভাবে মাত্র কয়েক বছরে শত কোটি টাকার মালিক হয়ে গেছে সে কি আলাদিনের চেরাগ পেয়েছে? তিনি বলেন, জজ মিয়া একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

সে বিভিন্ন অবৈধ ব্যবসা করে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, যুবলীগ নেতা হারুন, ইউপি সদস্য শাহাদাত শিকদার প্রমূখ।

পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জজ মিয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!