মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন গাজীরভিটা সাকিনস্থ হালুয়াঘাট হইতে ধোবাউড়া গামী পাকা রাস্তার উপর গাজীরভিটা গোরস্থানের সামনে হইতে ০১ মার্চ ৬০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক করে।
আটক কৃতরা হলেন ১। এমদাদুল হক (৪৩), পিতা-মৃতঃ হাবিবুর রহমান, মাতা-আছিয়া খাতুন, সাং-দক্ষিণ লামুক্তা, থানা-হালুয়াঘাট, ২। জয়নাল আবেদীন (৩৭), পিতিা-মৃতঃ হোসেন আলী, মাতা-সখিনা খাতুন, সাং-পশ্চিম মেকারকান্দা, থানা-ধোবাউড়া, ৩। মকবুল হোসেন (৩৮), পিতা-মৃতঃ তোফাজ্জল হোসেন, মাতা-আমেনা খাতুন, সাং-দক্ষিণ লামুক্তা, থানা-হালুয়াঘাট, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।আসামী এমদাদুল হক (৪৩) বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।