নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বাদ মাগরিব প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মুক্ত খবর এর স্টাফ রিপোর্টার ফকরুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মাসিক মিটিংয়ে বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন এর ত্রিশাল প্রতিনিধি শফিকুল ইসলাম।
ত্রিশাল উপজেলা প্রেসক্লাবকে আরো বেগবান ও গতিশীল করতে বিষদ আলোকপাত করেন সাবেক সভাপতি, বর্তমান সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক এস.এম ফজলে রশীদ।
এসময় উপস্থিত ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সম্মানিত সদস্য জহিরুল কাদের কবির, এনামুল হক, আনোয়ার হোসেন, তাসলিমা রত্না, নাজমুল হক সরকার, দিপজয় সরকার, সাংগঠনিক সম্পাদক মোমিন তালুকদার, অর্থ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, আইন বিষয়ক সম্পাদক জাকিয়া বেগম আকলিমা, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা শবনম, ক্রীড়া সম্পাদক সাকিবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির আহমেদ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সোহাগ আকন্দ, পাঠাগার বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক শাহীনুর ইসলাম, সাহিত্য সম্পাদক শাহরিয়া সাদাত সহ এসময় অন্যান্য সদস্য/সদস্যাগন উপস্থিত ছিলেন।